বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের হিসাব নিয়েছে আইএমএফ

বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের হিসাব নিয়েছে আইএমএফ
বিদ্যুৎকেন্দ্রের ভাড়ার (ক্যাপাসিটি চার্জ) হিসাব এবং বিদ্যুৎ খাতের আয়-ব্যয় সর্ম্পকে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধিদল বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলাদা দুটি বৈঠক করে এসব হিসাব নিয়েছে। বিদ্যুৎ খাতের পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও জানতে চেয়েছে তারা।

গতকাল সকালে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করে আইএমএফের প্রতিনিধিদল। দুপুরের পর বিদ্যুৎ ভবনে পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করে তারা। বিদ্যুৎ খাতের আর্থিক পরিস্থিতি, বাজেট বাস্তবায়ন, বিদ্যুতের সর্বশেষ মূল্যবৃদ্ধি ও বর্তমান মূল্যের সঙ্গে উৎপাদন খরচের ঘাটতি, ভবিষ্যৎ মূল্য সমন্বয়ের পরিকল্পনা বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ।

বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকে বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি এবং বিদ্যুৎকেন্দ্রের ভাড়ারও তথ্য নিয়েছে তারা। বিদ্যুৎ খাতের বড় প্রকল্পের অবস্থা, দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয়তা বিষয়েও জানতে চেয়েছে তারা। এরপর মূল্য সমন্বয়ের বিষয়ে পিডিবির কাছেও জানতে চেয়েছে আইএমএফ প্রতিনিধিদল। বিদ্যুৎ বিভাগের কাছে রাখা প্রশ্ন পিডিবির কাছেও করেছে তারা। এর সঙ্গে লোডশেডিংয়ের বিষয়েও জানতে চেয়েছে তারা।

এর আগে গত বুধবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠক করেছে আইএমএফের প্রতিনিধিদলটি। ডিজেল, পেট্রল, অকটেনের মতো জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় চায় আইএমএফ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাম নির্ধারণের কথা বলেছে তারা। সেপ্টেম্বরের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়ের স্বয়ংক্রিয় প্রক্রিয়া চূড়ান্ত করার কথা বলা হয়েছিল এর আগে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠকে। এবার তার অগ্রগতি জানতে চেয়েছে তারা। দাম নির্ধারণে বিপিসি একটি খসড়া সূত্র তৈরি করেছে ইতিমধ্যে। তবে এটি চূড়ান্ত হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ