অলিম্পিকে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট

অলিম্পিকে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট
অলিম্পিকে ১২৮ বছর পর ফিরতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

ভোটাভুটিতে ক্রিকেট ছাড়া আরও ৪টি ইভেন্ট তাতে যোগ করা হয়েছে। সেগুলো হলো- ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ, লাকরোস ও বেসবল কিংবা সফটবল।

মুম্বাইয়ে অনুষ্ঠিত অলিম্পিক কমিটির সেশনে দুজন প্রতিনিধি নতুন খেলাগুলোর বিপক্ষে ভোট দিয়েছিলেন। আশা করা হচ্ছে ওই ইভেন্টে ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শুরুতে আয়োজকরা ৬ দলের টুর্নামেন্টের কথা প্রস্তাব করেছিল। কিন্তু সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাছাড়া কীভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে তারও কোনও ধারণা দেওয়া হয়নি।

আইওসি সভাপতি থমাস বাখ জানিয়েছেন, নির্ধারিত ওই খেলোগুলো অন্তর্ভুক্ত হওয়ায় সেটা এলএ গেমসকে ‘অনন্য’ রূপ দেবে।

অলিম্পিকে একবার ও সর্বশেষ ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল ১৯০০ সালের প্যারিসে। নেদারল্যান্ডস ও বেলজিয়াম নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় মাঠে গড়ায় শুধু ফাইনাল। একমাত্র ফাইনালে ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে