রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫ কোটি ৮৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।