তফসিল অনুযায়ী গত ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর বিকেল ৪ টা পর্যন্ত নমিনেশন ফর্ম সংগ্রহ এবং দাখিলের তারিখ ও সময় নির্ধারিত ছিল। আলোচ্য সময়ের মধ্যে মোট ১৫ জন প্রার্থী নমিনেশন ফর্ম সংগ্রহ এবং দাখিল করে।
নমিনেশন ফর্ম সংগ্রহ করা প্রার্থীরা হলেন- ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমশের ও এবি এন্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।
উল্লেখ্য যে, ডিবিএর পরিচালনা পর্ষদ ১৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়। যারা প্রতি দুই বছর পর পর এসোসিয়েশনের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান পর্ষদের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়াতে নতুন ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড নির্বাচন বিধি মোতাবেক নির্বাচন তফসিল ঘোষণা করে।
তিন সদস্য বিশিষ্ট এবারের নির্বাচন বোর্ডের দায়িত্বে রয়েছেন এরএনআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। বোর্ডের অপর দুই সদস্য হলেন মোরশেদ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান ও রোজ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত হোসেন খান।
অর্থসংবাদ/এমআই