প্রতিবেদনে বলা হয়, বিপিএম ৬ অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ২ হাজার ৯৬ কোটি ডলার। চলতি মাসের ৫ তারিখে যার পরিমাণ ছিলো ২ হাজার ১০৫ কোটি ডলার। অর্থাৎ অক্টোবরের ১৩ দিনে রিজার্ভ কমেছে ৯ কোটি ডলার।
এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ৩৭৫ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
যেখানে আগের অর্থবছরের পুরো সময়ে রিজার্ভ থেকে ১ হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করা হয়েছিলো। ডলার সংকট কমাতে ও টাকার মান ধরে রাখতে ডলার বিক্রি করার উদ্যোগ নিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে কোনো উদ্যোগেই এ সংকট কাটছে না। তবে রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে।
এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পালনেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার কথা ছিলো তা রাখা সম্ভব হয়নি। তাই আন্তর্জাতিক ঐ দাতা সংস্থাটির কাছে অনুরোধ জানিয়েছে শর্ত পূরণের লক্ষ্যমাত্রা কমাতে হয়েছে।
অর্থসংবাদ/এমআই