নতুন বিদেশি বিনিয়োগে কয়েক মাস ধীরগতি থাকবে

নতুন বিদেশি বিনিয়োগে কয়েক মাস ধীরগতি থাকবে
আগামী দুই-তিন মাস নতুন এফডিআই (বিদেশি বিনিয়োগ) ফ্লো কিছুটা স্লো থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে যাদের এফডিআই আগে থেকেই আছে সেখানে কোনো প্রভাব পড়বে না বলেও নিশ্চয়তা দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে জাপানের ৩০ সদস্যের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের অর্থনীতি শক্তিশালী আছে। নির্বাচন ঘনিয়ে আসলেও ব্যবসা-বাণিজ্য বন্ধ হবে না, তবে নির্বাচনের আগে সবকিছুই একটু স্লো থাকবে এটাই স্বাভাবিক। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বিনিয়োগকারীরা চাইবে নির্বাচন শেষ হোক, যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে নতুন নতুন চুক্তি করবে।

সালমান এফ রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন তবে অংশগ্রহণ না করে বড় বড় কথা বলা থেকে বিরত থাকুন। নির্বাচন নিয়ে কোনো ধরণের ষড়যন্ত্র করবেন না। সেক্ষেত্রে জনগণই আপনাদের প্রতিহত করবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ