সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২২ অক্টোবর) ডিএসইতে সোনালী পেপারের ৩ লাখ ৯৪ হাজার ৮০২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ২৪ কোটি ৫০ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার আজ ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২৪ লাখ টাকার।
এমারেল্ড অয়েলের আজ ১৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৫ কোটি ৪৬ লাখ টাকা।
রবিবার লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।