ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৯৯ বারে ২১ লাখ ৭৫ হাজার ১৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২০৭ বারে ১০ লাখ ১৯ হাজার ৬১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭ বারে ৩৮ লাখ ৩২ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৩ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।