ওয়াশ খাতে এক বছরে ব্যয় হয়েছে ৫৯ হাজার ৭৫৩ কোটি ৩০ লাখ টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ১৮ শতাংশ।
ওয়াশ খাতের তিনটি উপাদান হচ্ছে পানি, স্যানিটেশন ও হাইজিন বা স্বাস্থ্যবিধি। তিন খাতে সরকারি-বেসরকারিভাবে এ অর্থ ব্যয় করা হয়েছে ২০২০ সালে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়াশ অ্যাকাউন্টস প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করবে সংস্থাটি।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশের এ তিন খাতের মধ্যে স্বাস্থ্যবিধি পরিপালনে মাথাপিছু ব্যয় হয়েছে ২ হাজার ৯৩ টাকা। পানির জন্য ৫শ এবং স্যানিটেশনের জন্য খরচ হয়েছে ৮৯৮ টাকা করে। ওয়াশ খাতের মোট ব্যয়ের মধ্যে ৬০ শতাংশ হয়েছে স্বাস্থ্যবিধিতে, ২৬ শতাংশ স্যানিটেশনে এবং ১৪ শতাংশ পানির জন্য।
এদিকে ২০২০ সালে গড়ে প্রতিটি পরিবারের পানি বাবদ ব্যয় হয়েছে ১ হাজার ৫০২ টাকা। স্যানিটেশন বাবদ ১ হাজার ৯৮৫ এবং স্বাস্থ্যবিধি বাবদ ব্যয় হয়েছে ৮ হাজার ৮৭ টাকা।
অর্থাৎ পরিবারপ্রতি ওয়াশ খাতে ব্যয় হয়েছে ১১ হাজার ৫৭৪ টাকা, যা একটি পরিবারের বার্ষিক আয়ের ৪ দশমিক ৩ শতাংশ। শহর ও গ্রামে উভয় ক্ষেত্রেই দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের একটি বড় অংশ ব্যয় করছে ওয়াশ খাতে।
অর্থসংবাদ/এসএম