গত ৩১ ডিসেম্বর, ২০১৯, ২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি প্রত্যেক বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। তিন বছরের জন্য কোম্পানিটির বিনিয়োগকারীরা মোট ৯০ শতাংশ লভ্যাংশ পাবে।
শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত তিন হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর সকাল ১১টায় ২০১৯ সালের, সকাল সাড়ে ১১টায় ২০২০ সালের এবং বেলা সাড়ে ১২টায় ২০২১ বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
অর্থসংবাদ/এসএম