সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২ নভেম্বর) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ক্যাপিটেক খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ফু ওয়াং ফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মা, জেমিনি সি ফুড, দেশবন্ধু পলিমার এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।
একই দিনে ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম