ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৮০ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৯২ হাজার ৩৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত শেয়ারের বাজার মূল্য ৯৮ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৮ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪৮ লাখ ১৭ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৯১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার, সোনালী আঁশের ৬৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৪৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার, খান ব্রাদার্সের ৪৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার এবং বিচ হ্যাচারির ৪০ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই