ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে সমরিতা হাসপাতালের ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ২৮ শতাংশ। ফলে কোম্পানিটি দরবৃদ্ধির তালিকায় শীর্ষে স্থানে উঠে এসেছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটির ৩১ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ১৯ দশমিক ৩৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে প্রতিষ্ঠানটির ৯ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্টের ১৮ দশমিক ৮৪ শতাংশ, হাক্কানী পাল্পের ১৫ দশমিক ৫০ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ১৪ দশমিক ০৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ১১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৯ দশমিক ৯৫ শতাংশ এবং ন্যাশনাল টি কোম্পানির ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
অর্থসংবাদ/এমআই