ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- মুন্নু এগ্রো, প্রিমিয়াম সিমেন্ট, এমবি ফার্মা, আরামিট লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, অ্যাপেক্স ফুডস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
বিদায়ী সপ্তাহে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজের ২২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হলেও কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০ দশমিক ০৭ শতাংশ। তাতে দর হারানোর তালিকায় র্শীষে উঠে এসেছে কোম্পানিটি।
আলোচ্য সপ্তাহ শেষে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়াম সিমেন্ট মিলস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া, তালিকার তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর হ্রাস পেয়েছে ১৪ দশমিক ২২ শতাংশ।
সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ১২ দশমিক ৯৭ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৯২ শতাংশ, আরামিট লিমিটেডের ১০ দশমিক ৬০ শতাংশ, ইউনাইটেড ইনস্যুরেন্সের ১০ দশমিক ৫৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯ দশমিক ৫৩ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ৯ দশমিক ২৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ৮ দশমিক ২৮ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই