লংকাবাংলা সিকিউরিটিজের করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে খাদ্য খাতের অবদান ২১ দশমিক ২০ শতাংশ। তাতে আলোচ্য সেক্টরটি লেনদেনে শীর্ষে উঠে এসেছে।
একইসময়ে মোট লেনদেনের ১৪ শতাংশ অবদান রাখায় খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে সাধারাণ বিমা খাত এবং ১০ শতাংশ অবদান রাখায় ফার্মা খাত তৃতীয় স্থানে উঠে এসেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ৭ শতাংশ, প্রকৌশল খাতে ৬ শতাংশ, ভ্রমণ খাতে ৫ দশমিক ৪ শতাংশ, সেবা খাতে ৫ দশমিক ১ শতাংশ, কাগজ খাতে ৪ দশমিক ৭ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৫ শতাংশ, জীবন বীমা খাতে ৪ দশমিক ২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৫ শতাংশ, পাট খাতে ৩ দশমিক ৩ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৮ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ৫ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৪ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই