গত ৩০ সেপ্টেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএম.এল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য বছরের জন্য ফান্ডটি ইউনিটহোল্ডারদের ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২০ পয়সা। আর ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১১ টাকা ০৮ পয়সা।
ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
অর্থসংবাদ/এসএম