সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে আরামিট লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ১৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আর উসমানি গ্লাসের ৪ দশমিক ৩২ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনিং, ক্যাপিটেক গ্রোথ ফান্ড, কে অ্যান্ড কিউ, বাংলাদেশ ওয়েল্ডিং, শমরিতা হসপিটাল, আলিফ ইন্ডাস্ট্রিজি এবং মনোস্পুল পোপর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম