সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডিএসইতে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ারদর ৯ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে, এমবি ফার্মা, জাহিন স্পিনিং, ঢাকা ডাইং, লিবরা ইনফিউশন, মুন্নু সিরামিকস এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।