ইবির সিন্ডিকেটে নতুন তিন মুখ

ইবির সিন্ডিকেটে নতুন তিন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্যকে মনোনীত করা হয়েছেন। নব-মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।


আগামী ২ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের এ পদে মনোনয়ন দিয়েছেন।


বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের, ১৯৮০ (সংশোধিত ২০১০) ১৯(১)(ঙ) ধারা অনুযায়ী কামরুন্নাহারকে এবং ১৯(১)(চ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।


এ বিষয়ে অধ্যপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।


অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়