বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ
বিশ্ব অর্থনীতি গবেষণার অন্যতম প্রতিষ্ঠান ‘মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’ ২০২৪ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক ‘ইকোনমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইসিশ অ্যান্ড প্রিওরিটিজ’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬ দশমিক ৩ শতাংশ, যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। সবচেয়ে এগিয়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।

মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’র রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে। ২০২৪ সালে বেশিরভাগ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির হার (মূল্যস্ফীতি) ২০২৩ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪ দশমিক ৯ শতাংশ হবে। এর ফলে ভোক্তাদের ব্যয় সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ, যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আর সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬ দশমিক ৯ শতাংশ), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩ দশমিক ৩ শতাংশ), তৃতীয় সর্বোচ্চ মিসর (২৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬ দশমিক ৯ শতাংশ)।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু