বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ
বিশ্ব অর্থনীতি গবেষণার অন্যতম প্রতিষ্ঠান ‘মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’ ২০২৪ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক ‘ইকোনমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইসিশ অ্যান্ড প্রিওরিটিজ’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬ দশমিক ৩ শতাংশ, যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। সবচেয়ে এগিয়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।

মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’র রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে। ২০২৪ সালে বেশিরভাগ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির হার (মূল্যস্ফীতি) ২০২৩ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪ দশমিক ৯ শতাংশ হবে। এর ফলে ভোক্তাদের ব্যয় সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ, যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আর সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬ দশমিক ৯ শতাংশ), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩ দশমিক ৩ শতাংশ), তৃতীয় সর্বোচ্চ মিসর (২৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬ দশমিক ৯ শতাংশ)।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা