প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬ দশমিক ৩ শতাংশ, যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। সবচেয়ে এগিয়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।
মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’র রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে। ২০২৪ সালে বেশিরভাগ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির হার (মূল্যস্ফীতি) ২০২৩ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪ দশমিক ৯ শতাংশ হবে। এর ফলে ভোক্তাদের ব্যয় সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ, যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আর সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬ দশমিক ৯ শতাংশ), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩ দশমিক ৩ শতাংশ), তৃতীয় সর্বোচ্চ মিসর (২৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬ দশমিক ৯ শতাংশ)।
অর্থসংবাদ/এমআই