রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ দেবে আইসিবি

রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ দেবে আইসিবি
সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ নগদ ও আড়াই শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে বোনাস লভ্যাংশ শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ প্রদানের নির্দেশ দেয়। তাতে কোম্পানিটি বিনিয়োগকারীদের রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস লভ্যাংশ দেবে।

আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, স্টক লভ্যাংশ ঘোষণার পর সেটি বিএসইসির কাছ থেকে অনুমোদন নেয়ার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় আইসিবি ঘোষিত স্টক লভ্যাংশের বিষয়ে বিএসইসির কাছে অনুমোদন চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি প্রতিষ্ঠানটিকে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে স্টক লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়। এরপর কোম্পানিটির পর্ষদ সে অনুসারে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য ২১ ডিসেম্বর স্টক লভ্যাংশের জন্য রেকর্ড ডেট পুনর্নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৭৭ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে আইসিবি, আগের হিসাব বছরে যা ছিল ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ।

আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭১ পয়সা। গত ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৪ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫২ টাকা ৯৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ নভেম্বর।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত