প্রতিবেদন বলা হয়, বেতন-বোনাস বৃদ্ধি অক্টোবর থেকে তিন মাসে ৭ দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে শূন্যপদের সংখ্যাও কমছে।
আগের মতো আয় দ্রুত না বাড়লেও মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে। তবে ধারণা করা হচ্ছে, ব্যাংক অব ইংল্যান্ড শিগগিরই সুদহার কমাবে না।
যুক্তরাজ্যে চাকরিজীবীর সংখ্যাও কমছে, সেই সঙ্গে কমছে শূন্যপদের সংখ্যাও। সেপ্টেম্বর-নভেম্বরে এ সংখ্যা ৪৫ হাজার কমেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের অর্থনৈতিক পরিসংখ্যানের পরিচালক ড্যারেন মরগান বলেন, ‘এটি রেকর্ড পরিমাণ পতনের দীর্ঘতম সময়, যা ২০০৮ সালের অর্থনৈতিক মন্দাকেও ছাড়িয়ে গেছে।’
টানা ১৭ মাস এ শূন্যপদগুলোর সংখ্যা নিম্নমুখী। ড্যারেন মরগান জানান, দেশটির সামগ্রিক শূন্যপদের সংখ্যা ৯ লাখ ৪৯ হাজার। তবে তা কভিডকালীনের চেয়ে ওপরের স্তরে।
এমআই