ভারতকে বোলিংয়ের ঝলক দেখাচ্ছে টাইগার যুবারা

ভারতকে বোলিংয়ের ঝলক দেখাচ্ছে টাইগার যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠার লক্ষ্যে ভারতকে বোলিংয়ের ঝলক দেখাচ্ছে টাইগার যুবারা। শুরুতেই লেন্থ বজায় করা বলে মাত্র তিন ওভারের মধ্যেই ভারতের দুই টপঅর্ডারকে ফেরান বাংলাদেশের বোলার মারুফ মৃধা। ক্যাচ মিস না করলে আরেক বোলার ইকবাল হোসেনের পকেটেও একটি উইকেট জমা পড়তো।

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর তিন আগে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ


আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুর মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌল্লা বর্ষণ ও মারুফ মৃধা।

ভারত একাদশ


আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, প্রিয়ানসু মলিয়া, উদয় শাহারান (অধিনায়ক), মুশের খান, শচিন দাস, অ্যারাভেলি অ্যাভানিস (উইকেটরক্ষক), মুরুগান আবিশেক, সৌমি পান্ডে, রাজ লিমবানি ও নামান তিওয়ারি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে