সমাপ্ত সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় থাকা আট প্রতিষ্ঠানই শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। আর ৩০ দশমিক ৬৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইভেন্স টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।