নারীদের টেস্টে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো ভারত

নারীদের টেস্টে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এর আগে কখনও জিততে পারেনি ভারতীয় নারী দল। হোমে ১৫তম টেস্টে এসে ধরা দিলো সাফল্য। সেটাও আবার যেনতেনভাবে নয়। একেবারে রেকর্ড গড়ে!


মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে সিরিজের একমাত্র টেস্টে ইংল্যান্ডকে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রানের হিসেবে নারী টেস্টে এটিই সবচেয়ে বড় জয়।


এর আগে এই রেকর্ডটি দখলে ছিল শ্রীলঙ্কার। ১৯৯৮ সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রানে জিতেছিল শ্রীলঙ্কা নারী দল। ২৫ বছর পর সেই রেকর্ড ভাঙলো।


ইতিহাসগড়া এই টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছে ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে ঐতিহাসিক এই জয়ের কারিগর দীপ্তি শর্মা।


টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। ভারতের প্রথম ৯ ব্যাটারের সবাই দুই অংক ছুঁয়েছেন। চারজন করেছেন ফিফটি। তারা হলেন-সাথিশা সুভা (৬৯), জেমিমাহ রদ্রিগেজ (৬৮), জাস্তিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭)।


জবাবে দীপ্তি শর্মার তোপের সামনে ন্যাট স্কিভার-ব্রুনট (৫৯) ছাড়া ইংল্যান্ডের কেউই দাঁড়াতে পারেননি। ৩৫.৩ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। দীপ্তি শর্মা মাত্র ৭ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট।


তবে ২৯২ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও ইংল্যান্ডকে ফলোঅন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এবারও দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান।


ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রানের। দীপ্তি শর্মার অফস্পিনে দ্বিতীয় ইনিংসে ২৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় ইংলিশরা।


দীপ্তি ৩২ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার করেন পূজা ভাস্ত্রাকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে