আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর ৬টায় তা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললে কুয়াশার পরিমাণ কম ছিল। এদিকে শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলা জুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল।
জানা গেছে, জেলার নিম্ন আয়ের মানুষের পাশে শীত মৌসুমে পাশে থাকতে সব প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, শনিবার (১৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।