বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের জরিপ জানিয়েছে, গ্রামাঞ্চলের মানুষের চেয়ে শহরাঞ্চলের মানুষের ঋণ অনেক বেশি। জরিপের তথ্যানুসারে, শহর এলাকায় প্রতি পরিবার গড়ে ঋণ নিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৫৬ টাকা। অন্যদিকে গ্রামাঞ্চলে প্রতি পরিবার ঋণ নিয়েছে ৪৪ হাজার ৪১১ টাকা। সেই হিসাবে শহরের পরিবারগুলোর ঋণ গ্রামের পরিবারগুলোর চেয়ে তিনগুণ বেশি।
এ পরিসংখ্যানে প্রস্তুতে গত ১২ মাসে পরিবারপ্রতি গড় ঋণের হিসাব স্থান পেয়েছে।
বিবিএসের জরিপ অনুসারে, ঢাকা বিভাগের পরিবারগুলোর ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের পরিবারগুলোর গড় ঋণের পরিমাণ ১ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। আর সবচেয়ে কম ঋণ ময়মনসিংহ বিভাগের পরিবারগুলোর। ময়মনসিংহ বিভাগের প্রত্যেক প্রতিবারের গড় ঋণ ৩৪ হাজার ৩৫৭ টাকা।
আর শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণ ঢাকা শহরের পরিবারগুলোর। ঢাকা শহরের প্রত্যেক পরিবারের গড় ঋণের পরিমাণ ২ লাখ ১০ হাজার ৬৭৭ টাকা। আর রাজশাহী শহরের পরিবারগুলোর ঋণ সবচেয়ে কম। রাজশাহী শহরের পরিবারগুলোর গড় ঋণের পরিমাণ ৪৮ হাজার ৮১৬ টাকা।
গত ছয় বছরে দেশের পরিবারগুলোর ঋণের পরিমাণ বেড়েছে বলে উঠে এসেছে বিবিএসের জরিপে। এই সময়ের মধ্যে গ্রামের চেয়ে শহরের পরিবারগুলোর ঋণগ্রস্ত হওয়ার হারও অনেক বেশি বেড়েছে।
জরিপ বলছে, ২০২২ সালে গ্রামে পরিবারপ্রতি গড় ঋণ ছিল ৪৪ হাজার ৪১১ টাকা, আর ২০১৬ সালে তা ছিল ৩১ হাজার ৩৩২ টাকা। অর্থাৎ ছয় বছরে গ্রামের পরিবারগুলোর ঋণ বেড়েছে ৪১ দশমিক ৭৪ শতাংশ।
অন্যদিকে ২০২২ সালে শহরে পরিবারপ্রতি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৩৬ টাকা; ২০১৬ সালে তা ছিল ৫৯ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ ছয় বছরে শহরের পরিবারগুলোর ঋণ বেড়েছে ১৩০ দশমিক ১০ শতাংশ।