ইন্দো-এশিয়ান নিউজের অর্ধেক শেয়ার কিনলো আদানি

ইন্দো-এশিয়ান নিউজের অর্ধেক শেয়ার কিনলো আদানি
সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস বা আইএএনএস ইন্ডিয়ার অর্ধেকের বেশি শেয়ার কিনে নিয়েছে গৌতম আদানির সংবাদ মাধ্যম সংক্রান্ত ব্যবসার শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্কস। এ নিয়ে মোট ৩টি সংবাদ সংস্থা কিনেছে প্রতিষ্ঠানটি। ভারতীয় শেয়ার বাজার কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে আদানি গ্রুপ। তবে তবে কত টাকায় হাতবদল হয়েছে তা বলা হয়নি। খবর আনন্দবাজার অনলাইন।

এর আগে গত বছর মার্চে আর্থিক বিষয়ক খবরের পোর্টাল বিকিউ প্রাইম পরিচালনাকারী সংস্থা কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়াকে অধিগ্রহণ করে সংবাদ পরিবেশনের ব্যবসায় পা রেখেছিল আদানি গোষ্ঠী। গত ডিসেম্বরে প্রায় ৬৫ শতাংশ অংশীদারি কিনে তারা খবরের চ্যানেল এনডিটিভির নিয়ন্ত্রণ হাতে নেয়।

আইএএনএস হাতে নেওয়ার ফলে এএমজি মিডিয়া মোট তিনটি সংবাদ মাধ্যম সংস্থার মালিকানা পেল। আইএএনএস ইন্ডিয়া এবং সংস্থার শেয়ারহোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে তারা। সিংহভাগ শেয়ার কেনার সুবাদে পরিচালনার রাশ থাকবে আদানিদের হাতেই। চুক্তি অনুযায়ী আইএএনএস ইন্ডিয়ার পরিচালন পর্ষদের সমস্ত ডিরেক্টরকেই নিয়োগ করার অধিকারও থাকবে এএমজি মিডিয়ার হাতে।

সংশ্লিষ্ট মহলের মতে, আইএএনএসকে অধিগ্রহণ সংবাদ মাধ্যমের ব্যবসায় আদানি গোষ্ঠীর পায়ের নীচের জমি আরও পোক্ত করল। এই সংবাদ সংস্থাটির জন্ম ১৯৮৬ সালে। তখন নাম ছিল ইন্ডিয়া অ্যাব্রড নিউজ সার্ভিস। তারা উত্তর আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সংবাদ পরিবেশন করত। পরে নাম বদলে হয় ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

শেয়ার বাজারকে এএমজি মিডিয়ার জানানো তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে (২০২২-২৩) আইএএনএসের মোট আয় ছিল ১১.৮৬ কোটি টাকা। শেয়ার বাজারে অধিগ্রহণের তথ্য দাখিল করে বলা হয়েছে, এ বার আইএএনএস শাখা সংস্থা হল এএমজি মিডিয়া নেটওয়ার্কসের।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া