আলোচ্য সময়ের জন্য চার বছর মেয়াদী এই বন্ডটির ইউনিটধারীদেরকে ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট আড়াই শতাংশ।
বুধবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। আজ বন্ডটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।
এর আগে শাহ্জালাল ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছে।
তার আগের বছর অর্থাৎ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বন্ডটি ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।
এমআই