বিদায়ী সপ্তাহে (১৭ ডিসেম্বর-২১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৮৭২ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৮১ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ১ দশমিক ৮১ শতাংশ।
লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে ৮৭২ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৯১৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি ০৫ লাখ ৬৬ হাজার ৫৮৬ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৫৬ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ১২ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক বেড়েছে ০ দশমিক ৭৮ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০৫ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২০৬ টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৪৯ টির, বিপরীতে কমেছে ১৩৩ কোম্পানির শেয়ারদর।
সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির ১৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
গেল সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩০ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া সি পার্ল বিচের শেয়ারদর কমেছে ২২ দশমিক ৮৪ শতাংশ।
অর্থসংবাদ/এসএম