কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহসানুল কবির এবং অন্যান্য পরিচালকবৃন্দ।
স্বাগত বক্তব্যে কোম্পানিটির চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।
বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উল্লেখ করেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৯৯ পয়সা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ৫৬ পয়সা।
এ সময় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এমআই