সাত বছরের সর্বোচ্চ অবস্থানে স্বর্ণের দাম

সাত বছরের সর্বোচ্চ অবস্থানে স্বর্ণের দাম
বিশ্বব্যাপি ভয়াবহ করোনাভাইরাসের প্রকোপে আন্তর্জাতিক বাজারে বেশির ভাগ পণ্যে নিম্নমুখী প্রবণত বজায় রয়েছে। তবে সেফ হ্যাভেনখ্যাত স্বর্ণের বাজার চাঙ্গা রয়েছে। গত সোমবার নিউইয়র্কের কমেক্স মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় ১ শতাংশের বেশি বেড়ে গত সাত বছরের সর্বোচ্চ অবস্থানে উঠেছে। খবর মার্কেট ওয়াচ।

কমেক্স মার্কেটে সোমবার কার্যদিবস শেষে ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৮ ডলার ৮০ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বা প্রতি আউন্সে ১৬ ডলার ৪০ সেন্ট বেশি। এ কার্যদিবসের শুরুতে মূল্যবান ধাতুটির প্রতি আউন্স বেড়ে ১ হাজার ৫৯০ ডলার ৯০ সেন্টে উন্নীত হয়, যা ৯ এপ্রিল ২০১৩ সালের পর সর্বোচ্চ। এ নিয়ে টানা নয়দিন পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী রয়েছে।

আপত্কালীন বিনিয়োগে স্বর্ণ বরাবরই বিনিয়োগকারীদের শীর্ষ পছন্দ। সম্প্রতি বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমিত ভাইরাসটির প্রকোপে গতকাল পর্যন্ত চীনে ১০০ জনের বেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভাইরাসটি যেভাবে দ্রুত হারে ছড়াচ্ছে, তাতে চীনসহ বৈশ্বিক অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে বেশির ভাগ পণ্যের দাম কমতির দিকে থাকলেও উল্টো পথ ধরেছে স্বর্ণ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো