বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৮ কোটি ৪৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১১২ কোটি ৩ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।