মাছের আড়তের হাঁকডাকই বলে দিচ্ছে ইলিশের আগমন। ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। রাজধানীর বাজারে ক্রেতাদেরও ঝোঁক ইলিশের দিকে।
তবে ইলিশের সরবরাহ এখনো কিছুটা কম। বিক্রি হচ্ছে আগের হিমাগারের মাছ, পাশাপাশি পাওয়া যাচ্ছে মাওয়া এলাকার ইলিশ। ১ কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায় আর ৫০০-৬০০ গ্রামের ইলিশের দাম ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি। তবে আইন অমান্য করে বিক্রি হচ্ছে জাটকা।
এদিকে ৩ সপ্তাহ পার হলেও এখনো নির্ধারিত ৩৫ টাকা কেজিতে কেনা যাচ্ছে না আলু। সরকারের হুঁশিয়ারি উপেক্ষো করে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।
৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ৫০ টাকার নিচে।
অর্থসংবাদ/এসআর