আজ রবিবার (২২ নভেম্বর) আসিয়ানভুক্ত দেশগুলোতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক ওয়েবিনারে এ দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিজিএমএইএ সভাপতি রুবানা হক বলেন, ‘২০৩০ নাগাদ আসিয়ান জোট পৃথিবীর চতুর্থ অর্থনীতি হবে এবং এই বাজারে প্রবেশের জন্য রুলস অব অরিজিন সুবিধা রেখে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করা উচিত।’
এমসিসিআই’র সভাপতি নাহিদা কবির সমাপনী বক্তব্যে কার্যকর বাণিজ্য নীতির ওপর জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো কীভাবে বাণিজ্য পরিচালনা করছে, সেটি পর্যালোচনা করা দরকার।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘সরকারের ছয় হাজার কোটি ডলার রফতানি লক্ষ্য অর্জন করতে হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নজর দিতে হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাশফি বিনতে শামস পরামর্শ দেন যে, ওই জোটের দেশগুলোতে বড় বড় বাণিজ্যিক অ্যাসোসিয়েশন ও চেম্বারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করা যেতে পারে, যাতে করে বিভিন্ন মেলার আয়োজন করা যায়।