আজ রবিবার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য অধিদফতরের ‘ইনডিভিজুয়াল হেলথ আইডি কার্ড ও হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, আমরা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে চাই। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নাই, সেসব দেশে অর্থনীতির বিপর্যয় ঘটেছে। ভারত, আমেরিকা ও ইউরোপের অর্থনীতি বিপর্যস্ত। আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয় নাই, খাদ্যের অভাব হয় নাই, মানুষ দোকানপাট ও মিল-ফ্যাক্টরি চালাচ্ছে, এক্সপোর্ট-ইমপোর্ট হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেভাবে বিপর্যস্ত হয় নাই। সবাই মিলে এটা ধরে রাখতে হবে। করোনার সংক্রমণ বেড়ে গেলে কিন্তু এটা ধরে রাখা সম্ভব হবে না। তাই সবার সহযোগিতা চাই। করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হলে সবাইকে মাস্ক পরতে হবে। নিয়ম মানতে হবে।’