উল্লেখ্য বিএসইসি মনে করছে, এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানির টানা লোকসানের বিষয়টি নিয়ে ডিএসইর তদন্ত কমিটি গঠন ও এ-সংক্রান্ত তথ্য গণমাধ্যমে প্রকাশের কারণে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে, যা পুঁজিবাজারের সার্বিক দরপতনের ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর পরিচালনা পর্ষদ, এমডি ও সিআরওকে কারণ দর্শানোর নোটিস দেয় কমিশন।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির পর্যবেক্ষণে উঠে আসে, ডিএসই এসিআইয়ের ক্ষেত্রে কমিশনের কাছ থেকে কোনো অনুমোদন না নিয়ে লিস্টিং রেগুলেশন লঙ্ঘন করেছে। তাছাড়া এসিআই নিয়ে ডিএসই কর্তৃপক্ষের ছয় সদস্যের তদন্ত কমিটি গঠনের মাধ্যমেও নিয়মের ব্যত্যয় ঘটেছে।