পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় সেই কর্মসূচি। শিক্ষার্থীদের অভিযোগ, ছয় দফা দাবি কার্যকর না করার প্রতিবাদে তাদের এই মানববন্ধন। এ দাবি ইতিপূর্বেও মানববন্ধনের মাধ্যমে জানানো হয়েছিল এবং সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত আকারে জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় প্রতিবাদে আবারো এই মানববন্ধন।
দাবিগুলো হলো- ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য দের প্রমোটেড দিতে হবে; অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী ১ মাসের মধ্যে নিতে হবে এবং তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে; ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষা অতিদ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে; সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না; ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে এবং সকল ইম্প্রুভ পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রি অনার্স, মাস্টার্স-সহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।