সূত্র মতে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, জনতা ইন্সুরেন্স লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেডে ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) রেটিং অনুযায়ী, জনতা ইন্সুরেন্স লিমিটেডের (আইসিবি) দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৮ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করেছে।
আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী, এবি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে।