ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্প '(বিআইএসডিপি) কর্তৃক "বীমা সম্পর্কিত সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ " শীর্ষক কর্মশালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান, এনডিসি, বিভাগীয় কমিশনার, কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলীম, পরিচালক ( অতিরিক্ত সচিব), স্থানীয় সরকার বিভাগ, ময়মনসিংহ, ব্যারিস্টার মোঃ হারুন- অর- রশীদ, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মৃত্যুঞ্জয় সাহা, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মোঃ হিরুজ্জামান, এনডিসি, নির্বাহী পরিচালক (যুগ্মসচিব), আইডিআরএ এবং মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন মোঃ নায়েব আলী মন্ডল, সুযোগ্য প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), বিআইএসডিপি। স্বাগত বক্তব্য দেন আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপ- প্রকল্প পরিচালক, বিআইএসডিপি।
আর্কাইভ থেকে