ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের দফতর থেকে বলা হয়েছে, গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসে তিন লাখ ৭০ হাজার মানুষ বেকার হয়েছে। ব্রিটেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের নাম হচ্ছে পর্যটন খাত। অর্থনীতির এই করুণ দশায় নভেম্বর মাসে ব্রিটিশ চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে।
এ অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, করোনাভাইরাস মহামারীকে পরাজিত করা জরুরি হয়ে পড়েছে। সরকার দেশের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য উঠেপড়ে লেগেছে। তবে করোনার প্রাদুর্ভাব থেকে ব্রিটেনকে মুক্ত হতে এখনও অনেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।