আগামী বছরের ১৮ জানুয়ারি দুবাইতে ডিজিটাল বুথ চালুর উদ্যোগ নিয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিদেশের মাটিতে প্রথমবারের মতো বুথটি উদ্বোধন করার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে, পদ্মা ব্যাংক সিকিউরিটিজও কানাডাতে ডিজিটাল বুথ স্থাপনের জন্য আবেদন করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের বিদেশে বুথ স্থাপনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জে আবেদন করেছে।
গত ১৩ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত ডিজিটাল বুথ খোলার নির্দেশনায় বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে যেকোনো স্টক ব্রোকার ডিজিটাল বুথের জন্য কমিশনে আবেদন করতে পারবে। সিটি করপোরেশনের মধ্যে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ছাড়াও দেশের বাইরেও ডিজিটাল বুথ স্থাপন করা যাবে। তবে দেশের বাইরে স্থাপনের ক্ষেত্রে কমিশনের অনুমোদনের পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিতে হবে। ডিজিটাল বুথ পরিচালনার জন্য স্টক ব্রোকারের প্রয়োজনীয় কাঠামো এবং সুযোগ-সুবিধা, আর্থিক সক্ষমতা ও জনবল থাকতে হবে।
আর বিদেশে বুথ খুলতে ১০ লাখ টাকা দিতে হবে। সেক্ষেত্রে ব্রোকারকে নন-জুডিশিয়াল ৩০০ টাকার স্টাম্পে অমীমাংসিত দাবি, বৈধ দাবি বা অপরিশোধিত দাবির ক্ষেত্রে তারা এককভাবে দায়বদ্ধ থাকবে বলে লিখিত দিতে হবে। ব্রোকার হাউজের পর্ষদ মনোনীত ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা যেকোনো শীর্ষ কর্মকর্তা বা পরিচালকের স্বাক্ষর থাকতে হবে সেই স্টাম্পে।
এ বিষয়ে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা গণমাধ্যমকে বলেছেন, দুবাইতে ডিজিটাল বুথ খোলার জন্য স্টক এক্সচেঞ্জসহ বিএসইসতে আবেদন করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের দেওয়া আবেদন ফর্ম পূরণ করে আবেদন জমা দেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগির আমরা অনুমোদন পাবো।