যুক্তরাজ্যের সরকারি পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ২০২০ সাল শেষে দেশটিতে গমের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ এক কোটি টনের সামান্য নিচে নেমে আসতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন হ্রাস পেতে পারে ৪০ শতাংশ।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, এবারের শরৎ মৌসুমে যুক্তরাজ্যের আবহাওয়া তুলনামূলক শীতল ছিল। বসন্তে আবহাওয়া ছিল বেশ উষ্ণ। ফলে দুই ঋতুতেই প্রত্যাশা অনুযায়ী গম উৎপাদন হয়নি। এর প্রভাব পড়েছে কৃষিপণ্যটির সামগ্রিক উৎপাদনে। বছরের ব্যবধানে দেশটিতে গম উৎপাদন ৪০ শতাংশ কমে আসছে।
চলতি বছর যুক্তরাজ্যে শুধু গম নয়, যব ও সরিষা উৎপাদনেও মন্দা ভাব বজায় থাকতে পারে। দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে যুক্তরাজ্যে যবের সম্মিলিত বার্ষিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৮৩ লাখ ৬০ হাজার টনে, যা আগের প্রাক্কলনের তুলনায় সামান্য কম।
চলতি বছর শেষে যুক্তরাজ্যে সব মিলিয়ে ১০ লাখ ৪০ হাজার টন সরিষা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত আরেক প্রতিবেদনে যুক্তরাজ্য সরকার ২০২০ সালে দেশটিতে ১০ লাখ ৭০ হাজার টন সরিষা উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।