গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর, ২০২০) ১৩ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ।
কমিটির বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরযানে ইতোমধ্যে তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বাতিল করা হয়েছে (সার্কুলার নং:নন-লাইফ ৮২/২০২০২ তারিখ-২১/১২/২০২০)। বর্তমানে কম্প্রিহেনসিভ বীমা বাধ্যমতামূলক করার নিমিত্ত প্রয়োজনীয় কার্যাদি সম্পাদনের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক নিম্নরূপ কমিটি গঠন করা হয়েছেঃ-
১) নির্বাহী পরিচালক, আইন ও নন-লাইফ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
২) পরিচালক, আইন ও নন-লাইফ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
৩) ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন;
৪) বিবেকানন্দ সাহা, জিএম, সাধারণ বীমা কর্পোরেশন;
৫) পি কে রায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৬) বিধু ভূষন চক্রবর্তী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৭) অরুন কুমার সাহা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৮) খালেদ মামুন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিলায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৯) পাভেল আহমেদ, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন;
১০) এসএম ইব্রাহিম হোসেন, প্রধান ফ্যাকাল্টি মেম্বার, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি;
১১) এ.কে.এইচ. চৌধুরী, উপদেষ্টা, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
১২) মোর্শেদুল মুসলিম, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
১৩) কাজী সাদিয়া আরবী, জুনিয়র অফিসার, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ।
কমিটির বৈঠক আগামীকাল ৩১ ডিসেম্বর, ২০২০ বেলা ১১টায় আইডিআরএ’র অফিসে অনুষ্ঠিত হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক কম্প্রিহেনসিভ ইন্সুরেন্সের নামে প্রকারান্তরে মোটরযানে প্রথম পক্ষের ঝুঁকি বীমা বা ফাস্ট পার্টি ইন্সুরেন্স চালু করতে যাচ্ছে আইডিআরএ। আর এই উদ্যেগ বাস্তবায়নে কাজ করছে আইডিআরএ ও বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন।