দেশে আগামী বুধবার করোনা টিকার কার্যক্রম উদ্ধোধন করা হবে। ওইদিন বেলা সাড়ে ৩টায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে যুক্ত থাকবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘সুরক্ষা’য় অনলাইনে নিবন্ধনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস কোভিড টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে বাংলাদেশ টিকা পাচ্ছে। ব্রিফিং সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ব্রিফিংয়ে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।