বঙ্গবন্ধুর নামে সব জেলায় লিগ

বঙ্গবন্ধুর নামে সব জেলায় লিগ
ঢাকার বাইরের লিগগুলো ঠিকমতো হয় না- দীর্ঘদিনের এই অভিযোগ দূর করতে এবার জেলা লিগের দায়িত্ব নিয়েছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। দায়িত্ব নেয়ার পর গত চার মাসে তিনবার জেলাগুলোকে চিঠি দিয়ে লিগ শুরু করতে নির্দেশনা দেয়া হয়েছে।

জেলার লিগ পরিচালনার জন্য জন্য বাফুফে থেকে অর্থ প্রদানের পরও সিংহভাগ লিগ হয়নি। আসলে করোনাভাইরাসের কারণেই জেলাগুলো খেলা চালানো সম্ভব হয়নি। কিছু জেলা লিগ শেষ করেছে, কিছু জেলা লিগ শুরু করে শেষ করতে পারেনি। বাকি জেলাগুলো লিগ শুরুই করতে পারেনি করোনায় সবকিছু স্থবির হয়ে যাওয়ায়।

গত ৩ অক্টোবর কাজী মো. সালাউদ্দিন চতুর্থবার বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে নিজে জেলার ফুটবলের দায়িত্ব নিয়েছেন। তার আগেই ২০১৯ সালের নভেম্বরে বাফুফে থেকে ৬৪ জেলার মধ্যে কিশোরগঞ্জ ছাড়া বাকি ৬৩ জেলাকে লিগ পরিচালনার জন্য দেয়া হয়েছে ৫ লাখ টাকা করে। ওই টাকা পাওয়ার পর লিগ আয়োজন করেছে ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বরগুনা, কুষ্টিয়া ও সিলেট। চট্টগ্রাম শুরু করেও শেষ করতে পারেনি করোনার কারণে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন আগে এক বছরের যে ফুটবল সূচি ঘোষণা করেছে সেখানে জেলা লিগের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ। তবে ২৩ জানুয়ারি কুড়িগ্রাম ছাড়া আর কোনো জেলায় লিগ শুরু হয়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘নতুন কমিটির দায়িত্ব নেয়ার পর অক্টোবরের শেষ সপ্তাহে, নভেম্বরে ও ডিসেম্বরে তিন দফা জেলাগুলোকে চিঠি দিয়ে লিগ শুরু করতে তাগাদা দেয়া হয়েছে। আমরা যে রেসপন্স পেয়েছিল তাতে ফেব্রুয়ারিতে ১৫ থেকে ২০ জেলায় লিগ শুরু হয়ে যাবে। আমরা বিষয়টি পুরোপুরি মনিটর করছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো