জানা গেছে, সোমবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০১.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৬.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৩৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৯৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৫.৪১ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৩৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৪.৯৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৯০ শতাংশ এবং সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমেছে।