বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশানের পুলিশ প্লাজায় নৌ–পুলিশের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা বলেছেন।
সম্প্রতি দেশে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির জন্য মদ আমদানি বন্ধ রয়েছে। এ জন্য বিদেশি মদের সংকট রয়েছে। এই সুযোগে একটি চক্র নকল মদ উৎপাদন করছে। এদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
আল–জাজিরার প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল-জাজিরা টেলিভিশনে সম্প্রতি সম্প্রচারিত প্রতিবেদনটি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এটা সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা।