শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুবাইয়ে ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
জানা গেছে, দুবাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের ডিজিটাল বুথ খোলার ফলে প্রবাসী (এনআরবি) ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন। এছাড়া ডিজিটাল বুথে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা বিও হিসাব খোলা, বিনিয়োগের জন্য বাংলাদেশে তহবিল স্থানান্তর, স্টক/বন্ড ব্যবসায়ের জন্য অর্ডার গ্রহণ এবং বাংলাদেশ থেকে তহবিল উত্তেলনের ব্যবস্থা করার জন্য সব পরিসেবা দেওয়া হবে।
ডিজিটাল বুথ উদ্বোধন অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল বুথ খোলা হয়েছে। এটা বর্তমান কমিশন কর্তৃক নেওয়া ধারাবাহিক উদ্যোগের একটি অংশ। প্রবাসীদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠায় বাংলাদেশকে কাঙ্খিত উন্নয়ন অর্জনে সহায়তা করছে। তাদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করতে বিএসইসি সর্বোচ্চ সহায়তা প্রদানে আগ্রহী। প্রবাসীদের নির্ভরযোগ্য ও লাভজনক বিনিয়োগ নতুন দিগন্ত প্রসারিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল বুথের মতো সময়োচিত উদ্যোগ গ্রহণের জন্য বিএসইসিকে ধন্যবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্তে কঠোর পরিশ্রমী প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনা উন্মুক্ত করবে। ইউসিবি স্টক ব্রোকারেজ ডিজিটাল বুথ খোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার খোন্দকার কামালুজ্জামান ও বিএসইসির কর্মকর্তা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক ড. মো. জোনায়েদ শফিক, ইউসিবি এসেট ম্যানেজমেন্টের সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীরসহ প্রমুখ।