শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বুধবার দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান। এদিন দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সভার ঘোষণার কথা জানানো হয়।
আন্দোলন থেকে সরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের স্বার্থেই সরকার সিদ্ধান্ত নেবে।’
ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য, সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল ও সাত কলেজের অধ্যক্ষেরা।
এদিকে, চলমান পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে নীলক্ষেত ও নিউমার্কেট সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজিমপুর, নিউমার্কেট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ভোগান্তিতে পড়েছে গন্তব্যমুখী নগরবাসী।